NH-31C
MAL BAZAR
Monday to Saturday
10:30 to 5:00
+91-353-256220
+31-0036259876

Message From School



Principal's Message
আমার জন্মলগ্ন থেকে আজ অবধি সময় পর্যন্ত আমার জীবনের যা কিছু প্রাপ্তি তা মাল আদর্শ বিদ্যাভবনকে কেন্দ্র করে। সুতরাং এই বিদ্যালয় আমার কাছে শুধু আমার বিদ্যালয় নয় আমার হৃদয় জুড়ে থাকা মন্দির। ১৯৮৮তে এই স্কুলের পা রাখা বাবা মায়ের হাত ধরে পঞ্চম শ্রেণীতে। এরপর মাধ্যমিক ১৯৯৩-এ, উচ্চমাধ্যমিক ১৯৯৫। এ তো গেলো আমার স্কুলশিক্ষা জীবন। এরপর আমি আমার কর্মজীবনের কথায়, মাঝে খানিক বিরতি গেলেও এই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে আমার যোগদান ২০০৬ সালে। সময় বয়ে চলল, ২০১৮ তে যোগদিলাম সহকারী প্রধান শিক্ষক পদে। আর এরপর ২০১৯ থেকে আজ অবধি বহন করছি ভারপ্রাপ্ত শিক্ষকের পদ। বিদ্যালয় সর্বাঙ্গীণ সুন্দর হোক। এগিয়ে চলুক তার শ্বমহীমায়। এখন ৭৫ বছরের পূণ্যলগ্নে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করি। আগামী ২৩ শে জানুয়ারির মত ঝলমলে হোক বিদ্যালয়ের ভবিষ্যৎ। লেখাপড়া, সংস্কৃতি, ক্রীড়া সর্বক্ষেত্রে বিদ্যালয় সর্বোচ্চ আসন লাভ করুক এই কামনা করি।
Mr. Utpal Pal

President's Message
আমার কথা শ্রী আনন্দমোহন চক্রবর্তী সভাপতি, পরিচালন সমিতি মাল আদর্শ বিদ্যাভবন একটা গানের প্রথম দুলাইন লিখে আমার কথা বলছি। "আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে"।। মাল আদর্শ বিদ্যাভবন সম্পর্কে আমার মনোভাব উধৃত দু-লাইনের সাথে সম্পূর্ণ মিলে যায়। কি যে অদৃশ্য আকর্ষণ আমি নিজেও বুঝতে পারিনা। তবে এটা সম্পূর্ণ সত্য। মাল আদর্শ বিদ্যাভবন আমার যৌবনের উপবন ও বার্ধক্যের বারাণসী। আজ জীবন সায়াহ্নে উপনীত হয়ে কেন যেন একবার অতীতকে ফিরে দেখার তাগিদ অনুভব করছি। আমি এই বিদ্যালয়ের ছাত্র নই। কর্মসূত্রে এই বিদ্যালয়ে যোগদান করা। আমি যখন এই বিদ্যালয়ে যোগদান করি তখন বিদ্যালয় বাল্যবচ্ছা থেকে কৈশোরে পদার্পণ করেছে, আর আমি কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করেছি। বিদ্যালয় ও আমার বয়স প্রায় কাছাকাছি হওয়ায় আমাদের মধ্যে একটা সক্ষতা গড়ে উঠেছিল যে সক্ষতা আজও অমলিন।আমার প্রথম কর্মস্থল ডামডিম গজেন্দ্র বিদ্যামন্দির। কিন্তু সেখানে আমি কিছুতেই নিজেকে
Mr. Ananda Chandra Bose

100+

ACHIEVMENTS

1948

ESTABLISHED

57

FACULTY

550+

STUDENTS PASSED


news & announcements


Latest news and anouncement


ACHIEVMENT BY OUR STUDENTS



get in touch


Contact Us

NH-31C
MAL BAZAR
Monday to Saturday
10:30 to 5:00
+91-353-256220
+31-0036259876
mabbadmin@email.com
mabboffice@email.com

message us

TERMS & CONDITIONS
  1. I/We agree and accept the services provide by Mal Adarsha Bidya Bhaban School, Mal, Jalpaiguri at my/our request for payment of school fees through online mode.
  2. I/We have no objection whatsoever, to the Online Fee Payment System providing my/our receipt details to the School.
  3. While the School will take all reasonable steps to ensure the accuracy of the payment details, the School is not liable for any not-error. I/We shall not hold the School responsible for any loss, damage, etc. that may be incurred/suffered by me/us if the information contained turns out to be incorrect.
  4. I/We agree that any disputes on Payment details will be settled by the online payment system and the School's responsibility is limited to provision of information only.
  5. I/We agree that we will make fee amount payments as required by the Online Fee Payment System. I/We will not hold the School responsible for the Online Payment System rejects the fee payment amount because of incorrect or incomplete entries.
  6. I/We agree that the record of the instructions given and transaction with the School shall be conclusive proof and binding for all the purposes and can be used as evidence in any proceeding.
  7. Mal Adarsha Bidya Bhaban School, Mal does not charge any processing fee or service charge from the students for online payment. However, the students will have to pay the charges as applicable for the merchant banks. Charges for Online Payment
  8. I/We agree that the School is at liberty to withdraw at any time the Online Fee Payment System, or any services provided there under, in respect of any or all the account(s) without assigning any reason whatsoever, without giving me/us any notice.