A public meeting was convened in the premises of the local cinema hall n 1st January, 1948. Sri K.N Das Gupta, M.L.A., Jalpaiguri was the president and Sri D.N. Mukharjee, S.D.O., Jalpaiguri was the Chief Guest. There was a mammoth gathering as all the Tea Garden employees attended it. It was unanimously resolved that for the time being the abandoned "Sergeant Kuthi" be occupied and a Schhol, not a primary this time nut a full fledged High Schhol be started immediately.
আমার জন্মলগ্ন থেকে আজ অবধি সময় পর্যন্ত আমার জীবনের যা কিছু প্রাপ্তি তা মাল আদর্শ বিদ্যাভবনকে কেন্দ্র করে। সুতরাং এই বিদ্যালয় আমার কাছে শুধু আমার বিদ্যালয় নয় আমার হৃদয় জুড়ে থাকা মন্দির। ১৯৮৮তে এই স্কুলের পা রাখা বাবা মায়ের হাত ধরে পঞ্চম শ্রেণীতে। এরপর মাধ্যমিক ১৯৯৩-এ, উচ্চমাধ্যমিক ১৯৯৫। এ তো গেলো আমার স্কুলশিক্ষা জীবন। এরপর আমি আমার কর্মজীবনের কথায়, মাঝে খানিক বিরতি গেলেও এই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে আমার যোগদান ২০০৬ সালে। সময় বয়ে চলল, ২০১৮ তে যোগদিলাম সহকারী প্রধান শিক্ষক পদে। আর এরপর ২০১৯ থেকে আজ অবধি বহন করছি ভারপ্রাপ্ত শিক্ষকের পদ। বিদ্যালয় সর্বাঙ্গীণ সুন্দর হোক। এগিয়ে চলুক তার শ্বমহীমায়। এখন ৭৫ বছরের পূণ্যলগ্নে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করি। আগামী ২৩ শে জানুয়ারির মত ঝলমলে হোক বিদ্যালয়ের ভবিষ্যৎ। লেখাপড়া, সংস্কৃতি, ক্রীড়া সর্বক্ষেত্রে বিদ্যালয় সর্বোচ্চ আসন লাভ করুক এই কামনা করি।
আমার কথা শ্রী আনন্দমোহন চক্রবর্তী সভাপতি, পরিচালন সমিতি মাল আদর্শ বিদ্যাভবন একটা গানের প্রথম দুলাইন লিখে আমার কথা বলছি। "আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে"।। মাল আদর্শ বিদ্যাভবন সম্পর্কে আমার মনোভাব উধৃত দু-লাইনের সাথে সম্পূর্ণ মিলে যায়। কি যে অদৃশ্য আকর্ষণ আমি নিজেও বুঝতে পারিনা। তবে এটা সম্পূর্ণ সত্য। মাল আদর্শ বিদ্যাভবন আমার যৌবনের উপবন ও বার্ধক্যের বারাণসী। আজ জীবন সায়াহ্নে উপনীত হয়ে কেন যেন একবার অতীতকে ফিরে দেখার তাগিদ অনুভব করছি। আমি এই বিদ্যালয়ের ছাত্র নই। কর্মসূত্রে এই বিদ্যালয়ে যোগদান করা। আমি যখন এই বিদ্যালয়ে যোগদান করি তখন বিদ্যালয় বাল্যবচ্ছা থেকে কৈশোরে পদার্পণ করেছে, আর আমি কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করেছি। বিদ্যালয় ও আমার বয়স প্রায় কাছাকাছি হওয়ায় আমাদের মধ্যে একটা সক্ষতা গড়ে উঠেছিল যে সক্ষতা আজও অমলিন।আমার প্রথম কর্মস্থল ডামডিম গজেন্দ্র বিদ্যামন্দির। কিন্তু সেখানে আমি কিছুতেই নিজেকে
ACHIEVMENTS
ESTABLISHED
FACULTY
STUDENTS PASSED
Latest news and anouncement